চুয়াডাঙ্গায় ভূট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধার লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা দামুরহুদা উপজেলা দর্শনা পরানপুর মাঠের ভূট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা১১টার দিকে দর্শনা পৌরসভা পরানপুর গ্রামের নিকটবর্তী বেতে গাড়ি ও ঘরাভাঙ্গা বেড়ার মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানান, নিহতরা চুয়াডাঙ্গা দর্শনা থানার মদনা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শওকত আলী (৬৩) ও একই উপজেলার দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত গোলাম জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান হাফিজ (৫৬)।

জানা গেছে, শওকত আলী (সকো) একজন বুদ্ধিপ্রতিবন্ধী। প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এদিকে হাফিজুর রহমান ওই ঘটনার পরেরদিন দুপুরে বাড়ি থেকে ঘাস কাটার উদ্দেশে বের হলে।তাকেও অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া না গেলে। পরিবারের সদস্যরা ফিরে আসার অপেক্ষায় থাকে।

সোমবার সকালে ভুট্টাক্ষেতে সেচ দিতে গেলে পৃথক পৃথক স্হানে দুজনের মরদেহ দেখতে পেয়ে দূরত্ব পুলিশকে খবর দিলে।পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।শওকত আলীর মরদেহের পাশে একটি বিষের বোতল উদ্ধার করে।

এবং হাফিজুর রহমানের মুখে ধারালো কিছুর আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, পরানপুর গ্রামে আধা কিলোমিটারের মধ্যে ভুট্টাক্ষেতের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

একজনের পাশে বিষের বোতল ছিল। অপরজনের মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভারে ৮০০’শ’ টাকার জন্য কুকুরের সঙ্গে বেঁধে নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার 

মাইনুল ইসলাম : (সাভার) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরে  পাওনা টাকার জন্য এক রিকশাচালককে তুলে এনে শিকল দিয়ে কুকুরের সঙ্গে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x