চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় জেএমবি সিরিজ বোমা হামলায় ঘটনায় জঙ্গি সংগঠন শাইখুল ইসলাম এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুৎফর রহমান শিশির এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় জঙ্গি সংগঠন শাইখুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

ঘটনাটি দীর্ঘ সাড়ে ১৭ বছর পর ১৮ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ মামলার রায় দেওয়া হয়েছে।সাজাপ্রাপ্ত আসামি শাইখুল ইসলাম ওরফে রাকিব (৩৫) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পঞ্চকরণ গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।

জানা গেছে,এর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট সকালে চুয়াডাঙ্গা শহরের আদালত চত্বর, পুরাতন জেলখানা এলাকায় বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি সংগঠন সদস্য শাইখুল ইসলাম রাকিব।

এতে কেঁপে ওঠে চুয়াডাঙ্গা শহর, আতঙ্কিত চুয়াডাঙ্গা সকল শ্রেণীর মানুষ।তৎকালীন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব এই ঘটনার বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করেন।

পরবর্তী ২০০৬ সালের ২৭ আগস্ট জেএমবি সদস্য শাইখুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে।এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) গিয়াসউদ্দিন বলেন, ২০০৫ সালে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও সিরিজ বোমা বিস্ফোরণ ঘটান জেএমবির সদস্যা।

এ হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হলে শাইখুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।ঘটনার ১৮ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুৎফর রহমান শিশির শাইখুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

কৃতি শিক্ষার্থীদের পড়া লেখায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রেসক্লাবের ৩জন সাংবাকর্মীর মেধাবী সন্তানগন জিপিএ ৫.০০ সহ কৃতিত্বের সাথে কৃতকার্য...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x