চুয়াডাঙ্গায় স্বর্ণ ও মোটরসাইকেলসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে চোরাচালানকৃত ২৫ (পঁচিশ) ভরি (২৯২.৬৬ গ্রাম) স্বর্ণ ও একটি টিভিএস মেট্রো কালো রংয়ের মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার ২৯ শে জানুয়ারি বেলা ১১ টার সময় মেমনগর মাধ্যমিক পাশে পাচার কালে তাকে গ্রেফতার করা হয়।চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্ত্বাবধানে জনাব শেখ সফিকুর রহমান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সহিদুল বাশার, এসআই (নিঃ) মোঃ শিহাব উদ্দিন, এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন, এএসআই (নিঃ) বিজন ভট্টাচার্য, এএসআই (নিঃ) মোঃ আবেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে অদ্য ২৯ শে জানুয়ারি সকাল ১১টার  সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন দর্শনা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের (মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে) মেমনগর ভূমি অফিস সংলগ্ন দর্শনা হতে মুজিবনগরগামী সড়কের উপরে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচার করার উদ্দেশ্যে বহন করাকালীন ধৃত আসামী ১। মোঃ হৃদয় (২০), পিতা-মোঃ নওশেদ আলী, সাং-নাস্তিপুর। তার কাছ থেকে  ছোট-বড় মিলিয়ে পাঁচ টুকরো স্বর্ণের বার, যার ওজন ২৫ (পঁচিশ) ভরি (২৯২.৬৬ গ্রাম) যার অনুমান বাজার মূল্য প্রায় তেইশ লক্ষ পনের হাজার টাকা ও একটি টিভিএস মেট্রো কালো রঙের মোটরসাইকেলসহ গ্রেফতার।
পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দ। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামতসহ দর্শনা থানার আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গ্রেফতারকৃত আসামি হৃদয় স্বর্ণ নিয়ে ভারতে পাচার করার তথ্য মোতাবেক চুয়াডাঙ্গা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) টিম দর্শনা থানা দিন প্রেমনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশ হতে টি ভি এস মেট্রো কালো কালার মোটরসাইকেল ও ২৯২.৬৬ গ্রাম স্বর্ণসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

তাপপ্রবাহে অনলাইন শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x