চুয়াডাঙ্গার দামুড়হুদা পুলিশের হাতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুযোগ্য সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন, এএসআই (নিঃ) মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ (১ ই মার্চ২০২৩) তারিখ ভোর ০৪:৪৫ মিনিটের সময় দামুড়হুদা মডেল থানাধীন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের, আরামডাঙ্গা গ্রামস্থ জনৈক মোঃ রশিদ(৪৬), পিতা-মৃত তালেব খলিফা এর বসত বাড়ি সংলগ্ন মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে মোঃ লাল্টু (৩২) কে তিন কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গ্রেফতারকৃত আসামি লালটু চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার আরামডাঙ্গা গ্রামের আলাল উদ্দিনের ছেলে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গ্রেফতারকৃত আসামি লালটু অবৈধ মাদক গাজা চোরাচালান করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১ মার্চ ২০২৩ ভোর ৪:৪৫ মিনিটের সময় চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানাধীন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের, আরামডাঙ্গা গ্রামস্থ জনৈক মোঃ রশিদ(৪৬), পিতা-মৃত তালেব খলিফা এর বসত বাড়ি সংলগ্ন মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে মোঃ লাল্টু (৩২) কে তিন কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারের পর আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, প্রতিনিয়ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রয়েছে।

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ১০ টার দিকে গাজীপুরের কাশিমপুর...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x