জীবননগর থানা পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দু’নারী আটক!

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ উপজেলা শহরের শাপলাকলিপাড়া ও বাঁকা গ্রামে মাদক বিরোধী পৃথক ঝটিকা অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ দু’নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক এ অভিযানের নের্তৃত্ব দেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান,জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নের্তৃত্বে থানার একদল চৌকস পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর ওসমান গনি,হাসানুজ্জামান ও অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর ইমামুল হকসহ সঙ্গীয় ফোর্স রোববার দুপুর থেকে অভিযান শুরু করেন। অভিযান পরিচালনা কালে দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের শাপলাকলিপাড়া থেকে নাজিরা বেগম(৫০) নামের একজন নারী মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

নাজিরা বেগম উপজেলার গোপালনগর গ্রামের মৃত আমজাদ মন্ডলের কন্যা। অন্যদিকে একই দিন সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার সময় উপজেলার বাঁকা গ্রামে অভিযান পরিচালনা কালে সাবিহার বেগম(৪৭) নামের এক নারীকে তার বাড়ী থেকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। সাবিহার বেগম বাঁকা গ্রামের পুর্বপাড়ার জিন্নাত আলীর স্ত্রী।

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,গ্রেফতারকৃতদেরকে হাতেনাতে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের নিকট আগে থেকেই

মাদক বেচাকেনার অভিযোগ ছিল। কিন্তু যথেষ্ট প্রমানের অভাবে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃর্থক মামলা হয়েছে। তিনি আরো বলেন,মাদকের ব্যাপারে জিরো টলারেন্স চিন্তা ভাবনা।

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ব্যাপারে কোন ছাড় নয়,বরং উপজেলাকে মাদকমুক্ত করতে সকল শ্রেনী-পেশার মানুষের সহযোগীতা চাই।

কালিয়াকৈরে মদ গাঁজা সেবনে দিবালোকে ঝিমাচ্ছে

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় মদ গাঁজা আসক্ত যুবকের দৃশ্যপট চোখে অবলোকন করেছে। এলাকায় মাঝারে আড্ডা চলছে নিরবে। বৈরাবৈরি মাজার,শ্রীফলতলি মাজারে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x