জীবননগর সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, মানছে না প্রশাসনকে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি /সম্পাদকসহ চার নেতাকর্মির বিরুদ্ধে ঐতিহ্যবাহী রায়পুর বাজারের কাচা বাজার পট্টি দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ক্ষমতাসিন দলের অঙ্গ সংগঠনের এসব নেতাকর্মিরা উপজেলা প্রশাসনকে অমান্য করে পাকা দোকান ঘর নির্মাণ চালিয়ে যাচ্ছেন।

 

সেখানে তিনটি স্থাপনার মধ্যে একটি ইউনিয়ন যুবলীগের কার্যালয় এবং দু’টি দোকান ঘর নির্মান করা হচ্ছে। এদিকে দিনে দুপুরে বাজারের জমি দখল করে পাকা দোকান ঘর নির্মাণের ঘটনায় এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।সরেজমিনে জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর রায়পুর হুদোপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে বাড়ান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিয়ার রহমান রায়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই গ্রামের কামারপাড়ার সামসুল হক শন্তু মিয়ার ছেলে জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর হোসেন একই ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও বাড়ান্দী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে কথিত যুবলীগ কর্মি মিজানুর রহমান, বিশারত আলীর ছেলে রফিকুল ইসলাম এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান তাহাজ্জুত মির্জার ছেলে সাচ্চু মির্জা রায়পুর বাজারের পাবলিক টয়লেট সংলগ্ন স্থান হিসাবে পরিচত জায়গাটি দখল করে সেখানে তারা পাকা দোকান ঘর নির্মাণ করে ভাড়ায় দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ইতিমধ্যেই তারা গত‌ দুইদিনের ব্যবধানে ইট-বালু স্তুপ করে ঘর নির্মাণ শুরু করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে তিনি ওই স্থাপনা ভেঙ্গে দেন। কিন্তু তারা তা অমান্য করে মঙ্গলবার সকাল থেকে আবার ঘর নির্মাণ কাজ বীরদর্পে শুরু করেন।এ ঘটনায় বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় সাধারণ মানুষেরা বিষয়টি সাংবাদিকদের একের পর এক মোবাইল ফোনে জানাতে থাকে। বাজারের ব্যবসায়ীরা সাংবাদিকদের মাধ্যমে বাজারের জমির অবৈধ দখলদার ঠেকানোর অনুরোধ জানান।রায়পুর বাজারের ব্যবসায়ীদের অভিযোগ তারা ইউএনও’র নির্দেশ যখন মানছে না,তাহলে তাদের খুঁটির জোর অনেক শক্ত! তারা দলীয় পদ পদবীর জোরে সরকারি
সম্পত্তি ভোগ দখলে মেতে উঠেছে। এ ব্যাপারে রায়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মশিয়ার রহমান ও সাধারন সম্পাদক আলম হোসেন ঘটনার কথা স্বীকার করে বলেন,যেখানে ঘর করা হচ্ছে সেখানে কাচা বাজার বসে না।

সেখানে বছরে এক বার শুধু মেলার জন্য দোকানপাট বসে।রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ বলেন,উপজেলা নির্বাহী অফিসার সোমবার নির্মানাধীণ ঘর ভেঙ্গে দিয়ে যান এবং দখলদারদেরকে সতর্ক করে দেন। বাজারের জমি ঘর করার ব্যাপারে আমাকে কোন কিছু জানানো হয়নি। ঘটনার ব্যাপারে আমাদের আর কি করার আছে?

 

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন,আমি তাদেরকে ঘর করিতে নিষেধ করেছি। ঘটনার ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।পরবর্তীতে যে নির্দেশনা পাওয়া যাবে সে ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভারে গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হামলা, অভিযোগ রেজিস্ট্রার সহ শিক্ষকের বিরুদ্ধে

মাহবুব আলম মানিকঃ সাভার গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আইন...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x