ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট প্রত্যাহার

ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মালিক ও শ্রমিকনেতারা। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে নেতারা এ ঘোষণা দেন।১৫ দফা দাবি আদায়ে ৭২ ঘণ্টার ধর্মঘট ডাকে ট্রাক-কাভার্ডভ্যান-প্রাইম মুভার মালিক ও শ্রমিকরা।

আজ দুপুর ১২টার দিকে দাবি-দাওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তারা বৈঠকে বসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহণকারী মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের ১৮ জন নেতা বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহণ মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মকবুল আহমদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে বৈঠকে আমাদের সবগুলো দাবির যৌক্তিকতা তুলে ধরেছি। তিনি দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’

বৈঠক শেষে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির সাংবাদিকদের বলেন, আলোচনা সন্তোষজনক হয়েছে। আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি।

দাবির মধ্যে রয়েছে মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়করের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে বাতিল করতে হবে এবং এরই মধ্যে আদায় করা বর্ধিত কর মালিককে ফেরত দিতে হবে।

যেসব চালক ভারি মোটরযান চালাচ্ছেন তাদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি ফির বিনিময়ে অবিলম্বে ভারি ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিল্ড টেস্ট পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে।

পণ্য পরিবহণ খাতের ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইম মুভার, ট্রেইলার প্রভৃতি সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্র সম্মত কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহের ওপর কোনো অজুহাতেই বিধিনিষেধ আরোপ করা চলবে না।

সব ধরনের মোটরযানে নিয়োজিত সড়ক পরিবহণ শ্রমিকদের রাষ্ট্রীয় বাহিনীর মতো রেশনিং সুবিধার আওতায় আনতে হবে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবগুলো দাবি নিয়ে আলোচনা হয়েছে। তাদের দাবি-দাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সমাধান করা হবে। বৈঠকে আলোচনায় সন্তুষ্ট হয়ে তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ১০ টার দিকে গাজীপুরের কাশিমপুর...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x