তাহিরপুরে ২৩ হাওরে বোরো আবাদের ধুম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরে এখন কৃষক বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।পৌষ মাসের প্রথম দিন থেকেই বোরো ধানের চারা রোপন শুরু হয়েছে এসব হাওরে। মাঘ মাস পর্যন্ত চলবে এই চারা রোপণ।

হাওরের কৃষকদেরকে শীত উপেক্ষা করে কৃষক সকাল থেকে বিকাল অবধি চারা রোপণ, জমি প্রস্তুত, জৈব সার ছিটানো, জমিতে সেচ দেওয়া ইত্যাদি কাজে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে তাহিরপুর উপজেলায় ১৭ হাজার ৫১৫ হেক্টর জমিতে প্রায় ৭০ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

দিনমজুর আব্দুস শহীদ বলেন, জমি অনেক আগেই শুকিয়েছে কিন্তু পৌষ মাস না আসায় কৃষকরা মাঠে নামেননি। পৌষ মাস শুরু হতেই তারা জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন।

কৃষক রিপন হাবিব বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর জমিতে খরচ অনেক বেড়েছে।মহালিয়া হাওরের কৃষক রইছ মিয়া বলেন, এবছর হাওর থেকে পানি দ্রুত চলে যাচ্ছে।

তাই অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা পূর্বেই শুরু হয়েছে বোরো চারা রোপণের কাজ।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ-দৌলা বলেন, হাওরে বোরো ফসলের রোপণ চলমান আছে। আমরা আশাবাদী যে, তাহিরপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কিও মো আজ সাক্ষাত করেছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x