দুর্বলদের বিপক্ষে খেলে পাকিস্তান শীর্ষে উঠেছে : জুনাইদ

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও বাবর আজমের সমালোচনা থামেনি। নেতৃত্ব ছাড়ার আগে পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কিন্তু ছাড়ার পরও মুক্তি পাচ্ছেন না পাকিস্তানি ব্যাটার। এবার তাঁর অধিনায়কত্বের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার জুনাইদ খান।

গত ১৫ নভেম্বর চাপের মুখে অধিনায়কের পদ ছাড়েন বাবর। অথচ তাঁর নেতৃত্বগুণেই পাকিস্তান ওয়ানডেতে এক নম্বরে উঠেছিল। তবে এই শীর্ষে ওঠা নিয়েই প্রশ্ন তুলেছেন জুনাইদ। সাবেক বাঁহাতি পেসারের মতে, পাকিস্তান ওয়ানডে সংস্করণে শীর্ষে উঠেছিল দুর্বল দলের বিপক্ষে খেলে। সম্প্রতি পাকিস্তানের এক ইউটিউব চ্যানেলকে এমনটিই জানিয়েছেন জুনাইদ। তিনি বলেছেন, ‘অধিনায়ক হিসেবে বাবর কোনো উন্নতি করেনি। আপনি যদি সরফরাজ আহমেদের দিকে তাকান, দেখবেন সে দিন দিন উন্নতি করেছিল। তার নেতৃত্বেই আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিলাম এবং টি-টোয়েন্টিতে এক নম্বর হয়েছিলাম। অনেকে বলছে, বাবরের নেতৃত্বে ওয়ানডেতে এক নম্বর হয়েছিলাম। তবে সেটা দুর্বল দলের বিপক্ষে খেলে। বাবর দ্রুত শিখতে পারেনি।’

অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করলেও বাবর যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার তাতে সন্দেহ নেই জুনাইদের। সব সংস্করণ মিলিয়ে ১৮৯ উইকেট নেওয়া বাঁহাতি পেসার বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হলেও তার নেতৃত্ব বলার মতো ছিল না।’ নেতৃত্বের উদাহরণ হিসেবে প্যাট কামিন্স ও বিরাট কোহলির নাম উল্লেখ করেছেন জুনাইদ। তিনি বলেছেন, ‘প্যাট কামিন্সকে দেখেন, সে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছে। তার মধ্যে আগ্রাসন আছে এবং সকলের সঙ্গে কথাও বলত। বিরাট কোহলিও সংগ্রাম করেছেন কিন্তু তার মধ্যেও সেই আগ্রাসন ছিল। এমএস ধোনির অবসরের পর সে (কোহলি) সংগ্রাম করেছে। কিন্তু তার রেকর্ড বেশ ভালো।’

ঠান্ডা মাথার অধিনায়ক হিসেবে পরিচিত ধোনি এবং স্টিফেন ফ্লেমিং নিয়েও কথা বলেছেন জুনাইদ। তিনি বলেছেন, ‘অনেকে বলবে ধোনি এবং স্টিফেন ফ্লেমিং তো আক্রমনাত্মক ছিল না। কিন্তু তারা জানত কীভাবে দলকে নেতৃত্ব দিতে হয়। বাবরের সেই গুণগুলো ছিল না। ছেলেদের উৎসাহিত করতে আপনাকে আগ্রাসন দেখাতে হবে। চার বছর ধরে সব সংস্করণে অধিনায়কত্ব করেও তার কোনো উন্নতি হয়নি।’

রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

রাজধানীর বেইলি রোডস্থ শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এক মনোরম পরিবেশে উদ্বোধন হলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিক্রয় ও প্রদশর্নী...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x