নবনির্বাচিত চেয়ারম্যাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সুনামগঞ্জের ধর্মপাশায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় নবনির্বাচিত চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটুকে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। নির্বাচনে হেরে যাওয়া অপর চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় নব নির্বাচিত চেয়ারম্যানসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় সঞ্জিব তালুকদার ও সাবেক ইউপি সদস্য মফিজ মিয়াকে (৫৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।অপর আহত সোলেমান (৪২), রেজাউল (৩৪) ও জুয়েল মিয়া (৩২) নামক তিনজনকে

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে সঞ্জিব তালুকদার সাবেক ইউপি সদস্য মফিজ মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে মধ্যনগর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কাশিয়াকান্দা ও নয়াপাড়া গ্রামের মাঝামাঝি রাস্তায় প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থীর লোকজন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে রক্তাক্ত করে। পরে বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে মধ্যনগর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটু অভিযোগ করে বলেন, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে (মধ্যনগর সদর ইউপি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে তিনি বিজয়ী হন। আর নৌকা প্রতীকের প্রার্থী প্রবীর বিজয় তালুকদার ৬০৬ ভোটের ব্যবধানে তার কাছে পরাজিত হন।

এরপর থেকেই তিনি তার ডান হাত হিসেবে পরিচিত মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মদকে দিয়ে আমাকেসহ আমার কর্মী সমর্থকদের প্রাণে মারার হুমকি দিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় মোস্তাক আহমদের নির্দেশে তার ছোট ভাই রেজাউল, সোলেমান, জুয়েলসহ বেশ কয়েকজন শনিবার পিছন থেকে মোটরসাইকেল দিয়ে তাড়া করে রাস্তায় আটকিয়ে দেশিয় অস্ত্র দিয়ে আমাকেসহ আমার সঙ্গে থাকা লোকজনকে এলোপাতাড়ি কুপাতে থাকে। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহমদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ অভিযোগটি অস্বীকার করে বলেন, এ ঘটনার কিছুই আমি জানি না। তবে শুনেছি আমার ছোট ভাইদের উপর তারা হামলা করে আহত করেছে।

পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী প্রবীর বিজয় তালুকদার বলেন এ বিষয়ে বলেন, ঘটনাটি নির্বাচন পরবর্তী সহিংসতা নয়। এটি সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন ঘটনা।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল দেব বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সিংগাইরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

মানিকগঞ্জের সিঙ্গাইরে এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে দুই সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করার অভিযোগ উঠেছে। মিথ্যা মামলার শিকার দুই সাংবাদিক...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x