নিলামের আগে মুম্বাই ছেড়ে দেয়ায় ক্রিকেট ছাড়লেন পোলার্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আর মাঠ মাতাতে দেখা যাবে না ক্যারবিয়ান তারকা কাইরন পোলার্ডকে। মুম্বাইয়ের সফলতম এই ক্রিকেটারকে এই মৌসুমে খেলোয়াড় হিসেবে নয়, দেখা যাবে দলের ব্যাটিং কোচের ভূমিকায়। আইপিএলে না খেললেও আরব আমিরাতের নতুন লিগে মুম্বাইয়ের হয়ে খেলবেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

২০০৯ সালের নিজের পারফরম্যান্স দিয়ে আইপিএলের দলগুলোর নজরে আসেন এই তারকা। ২ লক্ষ মার্কিন ডলার ভিত্তিমূল্য থাকলেও ৭ লক্ষ ৫০ হাজার মূল্যে গোপনেই তাকে দলে ভেড়ায় মুম্বাই। সেই থেকে এখন পর্যন্ত মুম্বাইয়ের সঙ্গেই রয়েছেন তিনি।

১৮৯ ম্যাচে ৩৪১২রান ও ৬৯ উইকেট নিয়েছেন এই তারকা। আইপিএলে ৩০০০ রান এবং ৫০ উইকেট তিনি ছাড়া আর রয়েছে অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসনের। ২০১৩ সালে মুম্বাই প্রথম বারের মত চ্যাম্পিয়ন হয়, ইডেন গার্ডেনসের সেই ফাইনালে ৩২ বলে ৬০ রানের এক অপরাজিত ইনিংস খেলেন তিনি। সব মিলিয়ে মোট পাঁচবার শিরোপা জিতেছেন এই তারকা।

আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চাওয়া পোলার্ডের জন্য বিষয়টা মোটেও সহজ ছিল না। তবে মুম্বাই ইন্ডিয়ান ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক বিবৃতিতে পোলার্ড জানিয়েছেন, ‘আমি যদি মুম্বাইয়ের হয়ে না খেলি তবে তার বিপরীতেও আমি খেলতে পারবোনা, এই বিদায় আমার জন্য মোটেও আবেগঘন নয় কারণ পরবর্তীতে খেলোয়াড় জীবন থেকে কোচিং ক্যারিয়ারে পালা বদলে সাহায্য করবে।’

নামাজের সময় তালা আটকে মসজিদে দেওয়া হলো আগুন, নিহত ১১

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মসজিদে আগুনে পুড়ে ১১ মুসল্লি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির কানো...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x