সর্বশেষ

নয়াপল্টনে বিএনপি কার্যালয় নেতাকর্মীর স্লোগানে সরগরম

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। গণসমাবেশকে সামনে রেখে সারা দেশ থেকে আসা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে জমিয়ে রাখছেন রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়। তারা একযোগে স্লোগান চলছে- ‌‘১০ তারিখের সমাবেশ বৃথা যেতে দেব না, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।’এমন উদ্দীপনার মধ্যে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা।
গত কয়েক দিন ধরেই নয়াপল্টনে জমায়েত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতা দেখা গেল আজকেও।

ঢাকা–১৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বিএনপির পার্টি অফিসে সকালেই নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তাদের কেউ কেউ এসেছেন দূর-দূরান্ত থেকে। আসন্ন সমাবেশকে সামনে রেখে তাদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে সেটাকে কেন্দ্র করেই বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা, সেই সঙ্গে স্লোগান। যে কোনো অপ্রীতিকর ঘটনা এরাতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও। মূলত দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় এসেছেন তারা।

কুমিল্লা থেকে নয়াপল্টনে এসেছেন বিএনপি কর্মী আবেদ। সমাবেশে অংশ নিতে আবেদের সঙ্গে কুমিল্লা সদর থেকে এসেছেন তৃণমূলের আরও ১৭ জন কর্মী। রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনের বাসায় উঠেছেন তারা। ঢাকায় আসার পরই প্রতিদিন সকালে বিএনপির পার্টি অফিসের চলে আসেন। স্লোগান দেন, নেতাদের বক্তব্য শোনেন। এভাবেই রাত পর্যন্ত থাকেন তারা।

জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

১০ ডিসেম্বরের সমাবেশ জনসমুদ্র হবে দাবি করে আবেদ বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক। দলের মহাসমাবেশে অংশ নেব বলেই ঢাকায় এসেছি। বিএনপি এদেশে সংখ্যাগুরু এটা আমরা আবারও প্রমাণ করব। সমাবেশে ঢাকার বাইরে থেকে নতুন করে লোক আসতে হবে না। যারা সমাবেশে অংশ গ্রহণ করবে এমন লাখ লাখ কর্মী ঢাকায় চলে এসেছেন।

ঢাকা–১৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন আজ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT