পিতা খুনের মামলায় ছেলে গ্রেফতার

মিজানুর রহমান, সিংগাইর :

মানিকগঞ্জের সিংগাইরে পিতা হত্যা মামলার একমাত্র আসামি ছেলে কাউছার ( ২২) কে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ ।

গত ১২ আগষ্ট বৃহস্পতিবার ভোররাতে তাকে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় ।

সফল এ অভিযান পরিচালনা করেন সিংগাইর থানাধীন শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর । গ্রেফতারকৃত কাউছার উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর বকচর গ্রামের হত্যার শিকার পিতা সেলিম হোসেন ওরফে খোকনের ছেলে । আজ শুক্রবার বেলা ১২ টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

জানা গেছে, গত ২৯ এপ্রিল নিজ বাড়িতে সেলিম হোসেন খোকনের সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে ছেলে কাউছারের কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে কাউছার উত্তেজিত হয়ে টিউবওয়েলর লোহার হাতল দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

পরে এ ঘটনায় নিহতের স্ত্রী ঘাতক কাউছারের গর্ভধারিণী মা আছমা বেগম বাদি হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাস্মদ খালিদ মনসুর বলেন,  এ ঘটনার পর হতেই কাউছার দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল ।

সম্প্রতি তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন মাধ্যতে তাকে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা হতে তাকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করতে সক্ষম হই । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করেছে ।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  গ্রেফকারকৃত কাউছারকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

তাপপ্রবাহে অনলাইন শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x