পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যের সুযোগ নেই :পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী

পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যের সুযোগ নেই বলে জানিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। তিনি বলেন, এক সময় এই নিয়োগে ঘুষ বাণিজ্য করতো এক শ্রেণির অসাধু দালালচক্র।

কিন্তু এবার সেই সুযোগ নেই। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এবারে পুলিশের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কনস্টেবল পদে অনলাইনে আবেদন চলছে।

রবিবার দুপরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে পঞ্চগড়ে কর্মরর্ত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, আগামী ৪ নভেম্বর অনলাইন আবেদন শেষ হলে প্রাথমিক বাছাইয়ের পর শারীরিক পরীক্ষা হবে। প্রত্যেক চাকরি প্রার্থীকে ১১টি ধাপে অংশ নিতে হবে।

এসব ধাপ থেকে প্রার্থী বাছাই করা হবে। পরে লিখিত, মৌখিক এবং শারীরিক পরীক্ষায় অংশ নিতে হবে। এসব পরীক্ষা উত্তীর্ণদের পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

পুলিশ সুপার জানান, পুলিশ নিয়োগে দেশে প্রথমবারের এই পদ্ধতি শুরু হয়েছে। এ পদ্ধতির মাধ্যমে পুলিশ নিয়োগে দালালদের দৌরাত্ম্য শেষ হবে।

পুলিশ নিয়োগে কাউকে টাকা না দেওয়া বা তদবির না করার আহ্বান। সেই সাথে কেউ এমন কাজ করলে পুলিশকে খবর দেওয়ার কথা জানান তিনি।

প্রসঙ্গত, সারা বাংলাদেশে পুলিশ বিভাগে বিভিন্ন পদে নিয়োগ শুরু করেছে সরকার। পঞ্চগড়ে আগামী ১৪ নভেম্বর পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে। এই জেলায় ২১ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

তাপপ্রবাহে অনলাইন শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x