পূর্ব শত্রুতার জেরে স্কুল ছাত্রকে পিটিয়ে জখম

আশুলিয়ার বগাবাড়ি সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সদ্য এস এস সি পাশ করা শিক্ষার্থী আব্দুর রাহিম কে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী বাহিনী। জানা যায় গত ১৭-০১-২৩ ইং তারিখে আনুমানিক দুপুর বারটার সময় উত্তর গাজিরচটের বাসিন্দা ইউশুফ হাজীর ছেলে আব্দুর রাহিম সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে ভর্তির তথ্য জানতে যাওয়ার সময় বগাবাড়ি বাস স্টান্ডে কয়েকজন ব্যাক্তি তাঁর পথরোধ করে তাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।

এমতাবস্থায় তাঁর ডাক চিৎকারে আশেপাশর লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুর রাহিম নিজে বাদী হয়ে চিহ্নিত ৪ জন ও অজ্ঞাত ৩/৪ জনকে বিবাদী করে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলেন ফাহিম ভূঁইয়া (২০) পিতা বাদশা ভূঁইয়া, মৃদুল (২০) পিতা মিজান, উভয় সাং উত্তর গাজিরচট বুড়ির বাজার। আরদীন( ২২) পিতা অজ্ঞাত, ইমন (২০) পিতা অজ্ঞাত উভয় সাং দক্ষিণ গাজিরচট বুড়ির বাজার। অজ্ঞাত নামা সহ আরও ৩/৪ জন।

অভিযোগ সূত্রে আরও জানা যায়,১ নং বিবাদী ফাহিম ভূঁইয়া মারপিট করার একপর্যায়ে বাদী রাহিমে গলায় থাকা ৩৬,০০০/ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন, ৪৮,০০০/ টাকা মূল্যের একটি ওয়ান প্লাস মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এবং ২নং বিবাদী মৃদুল বাদীর পকেটে থাকা নগদ ২০,০০০/ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে আশুলিয়া থানা বুড়ির বাজার বিট ইনচার্জ আসলাম কে ফোন করলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে তদন্তের মাধ্যমে যথাযথ ব্যাবস্থা নিবেন বলে জানান।

কৃতি শিক্ষার্থীদের পড়া লেখায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রেসক্লাবের ৩জন সাংবাকর্মীর মেধাবী সন্তানগন জিপিএ ৫.০০ সহ কৃতিত্বের সাথে কৃতকার্য...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x