প্রধানমন্ত্রীকে কটুক্তি অভিযুক্ত পরিবারের দাবী ষড়যন্ত্র,অবশেষে থানায় লিখিত অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুরে একটি ইট ভাটায় মাটি টানা ট্যাক্টরে দুর্ঘটনা কেন্দ্র করে বিএনপি সমর্থিত এক ইটভাটা মালিকের ছেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটূক্তি করেছে এমন অভিযোগে তুলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গত শনিবার বিকালে কটুক্তিকারিকে গ্রেফতারের দাবীতে জীবননগর প্রেসক্লাবে এক জনাকীর্ণ পরিবেশে সংবাদ সম্মেলন করলেও ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে আল মামুন রনি নামে এক ছাত্রলীগ নেতা অবশেষে মঙ্গলবার সকালে ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

এদিকে অভিযুক্ত পরিবারের দাবী তারা ভিন্নমতের হওয়ায় তুচ্ছ ঘটনাকে পুঁজি করে বেকায়দায় ফেলতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করা হয়েছে বলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। যা রীতিমত ষড়যন্ত্র বলে দাবী করা হয়েছে।সংবাদ সম্মেলনে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মাষ্টার লিখিত বক্তব্যে বলেন,উপজেলার কৃষ্ণপুর গ্ৰামের ইটভাটা মালিক বিএনপি নেতা রফিকুল ইসলামের ভাটার ট্র্যাক্টরের ধাক্কায় পথচারী মশিউর রহমান রাস্তার পাশে খাদে পড়ে যান।

এঘটনায় ট্র্যাক্টর চালকের সাথে পথচারী মোটরসাইকেল আরোহী একই গ্ৰামের মশিউর রহমানের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসা করে দেন।এরপরও ভাটা মালিক রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা তার হাতুড়ি বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে এলাকার সর্বত্র মশিউরকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেন, ‘মশিউরকে মারবোই, এমনকি প্রধানমন্ত্রী ও তার বাপও তাকে বাঁচাতে পারবেনা।’

বিএনপি ক্যাডার সোহেল রানার এমন দম্ভ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রকাশ্যে কটুক্তি করে তিনি অনায়াসে পার পেয়ে যাবে সেটা কারো কাম্য হতে পারে না।সংবাদ সম্মেলনে বিএনপি ক্যাডার সোহেল রানাকে গ্ৰেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো.আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জত হোসেন মীর্জা প্রমুখ।

সংবাদ সম্মেলনে অভিযোগের ব্যাপারে বিএনপি সমর্থিত ইটভাটা মালিক রফিকুল ইসলাম রফিক বলেন,ঘটনাটি নিছকই একটি দূর্ঘটনা ছিল। মশিয়ার আমার ইটভাটার ট্রাক্টরের কারনে রাস্তায় পড়ে যায়। মশিয়ার সে সময় আমার ট্রাক্টর ড্রাইভারকে অমানসিক নির্যাতন করে,যা সভ্য জগতে কেউ মেনে নিবে না।

তারপরও বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু ঘটনার দু’দিনের মাথায় স্থানীয় আওয়ামী লীগের কতিপয় সমর্থক আমার ছেলে সোহেলের বিরুদ্ধে হঠাৎ অভিযোগ তোলে,আমার ছেলে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে কটূক্তি করেছে।

প্রকাশ্যে কটূক্তি করেছে অভিযোগ করা হলেও ঘটনাটি শুধুমাত্র রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদের ছেলে নয়ন ছাড়া আর কেউ বলতে পারছে না। যা রহস্যজনক প্রচার এবং সে ছাড়া ঘটনাটি আর কেউ বলতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। আসলে আমি হঠাৎ করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ায় আমার ওপর প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাকে ঘাঁয়েল করতেই,আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করা আমাদের দ্বারা কখনই সম্ভব নয়,অথচ একটি পক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করা হয়েছে,আমাদের ওপর মিথ্যা অভিযোগ তুলে সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে।

আমার ছেলে সোহেলকে হাতুড়ি বাহিনীর প্রধান বলা হযেছে। আমার ছেলে কবে কোথায় হাতুড়ি বাহিনী পরিচালনা করেছে কেউ কি বলতে পারবে? আমি ভিন্নমতের রাজনীতির কারনে আজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ঘটনাটি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তবে আমি সকলের সাথে সামাজিক সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই।

রাজনীতির বিষয়টি সবার ব্যক্তিগত বিষয়। আমরা কোন কারণে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করতে যাবো? যে ঘটনা নিয়ে আমার ছেলের সাথে মশিয়ারের বিরোধ সেই ঘটনাকে ভিন্নদিকে প্রবাহিত করে আমাদেরকে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

তাপপ্রবাহে অনলাইন শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x