বাংলাদেশ নিয়ে যা বললেন লিওনেল মেসি

কাতার বিশ্বকাপ শেষ হয়েছে; কিন্তু রেশ যেন কিছুতেই কাটছে না। নতুন করে সুর তুলেছেন লিওনেল মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে শিরোপা এনে দেয়া এ মহানায়ক কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে; বলেছেন এ দেশি ভক্তদের নিয়েও।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’কে বিশ্বকাপ নিয়ে এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে উঠে এসেছে বাংলাদেশের বিষয়টিও। আর তাতে অকপটে এখানকার ভক্তদের কথা বলেছেন ফুটবলের এ খুদে জাদুকর।

বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নে তিনি বলেছেন, এভাবে সারা বিশ্ব থেকে সমর্থন পাওয়া ছিল অসাধারণ ব্যাপার, ‘বিশ্বকাপ অন্য বিষয়। এটা জিততে পারা, এভাবে শেষ করতে পারা, ভক্তদের আনন্দ দিতে পারা দারুণ ব্যাপার। আর্জেন্টিনা বিশ্বকাপ উপভোগ করেছে। না পাওয়ার যন্ত্রণা ছিল আমাদের। বহুবার চেষ্টা করেও বাধা পার হতে পারেনি। যা এবার পেরেছি। বিশ্বকাপ জয়ের সঙ্গে কোন কিছুর তুলনা হয় না।’ ভক্তদের উন্মাদনা নিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানেন সাংবাদিক মারিয়ানো ডায়ান।

মেসি বলেন, ‘হ্যা, হ্যা আমি ওই উন্মাদনা দেখেছি। সর্বত্র ছিল আমাদের জার্সি। ফাইনালের আগে সোফি (মার্টিনেজ) আমাকে বিষয়টি নিয়ে বলেছিল। সারা বিশ্বের অসংখ্য মানুষের গায়ে আর্জেন্টিনার দশ নম্বার জার্সি। এটা দারুণ এক ব্যাপার। সর্বত্র!’ এমনকি কাতারেও আর্জেন্টিনা প্রতিটি ম্যাচে প্রচুর দর্শক পেয়েছে। প্রতিপক্ষকে বলতে হয়েছে, গ্যালারির বিপক্ষেও খেলতে হবে। ওই বিষয়টিও উল্লেখ করেছেন লিও, ‘এমনকি বিশ্বকাপেও গ্যালারিতে আমরা প্রচুর দর্শক পেয়েছি। অনেক বিদেশি ভক্ত আর্জেন্টাইনদের সঙ্গে যোগ দিয়েছেন। তারা যেভাবে স্টেডিয়াম জুড়ে ছিল, সেভাবে উৎসাহ দিয়েছে, এটা আমাদের সকলকে সংক্রমিত করেছিল।’

ভারতের কাছে সিরিজ হার বাংলাদেশের

আগের দুই ম্যাচ হারায় তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছিল বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকার লড়াইয়েও নিগার সুলতানারা ব্যাটে-বলে জ্বলে উঠতে পারলেন...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x