ভুলক্রমে বিকাশে অন্যত্রে চলে যাওয়া টাকা আবারো ফিরিয়ে দিলেন এসপি জাহিদুল ইসলাম

চুয়াডাঙ্গা সুযোগ্য পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম বিপিএম সেবা মহোদয়ের দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক বিকাশে চলে যাওয়া টাকা আবারো ফিরিয়ে দিলেন শাহজাহান সিরাজকে।মাত্র তিন দিনের মাথায় ২৫,০০০ টাকা ফেরত পেলেন চুয়াডাঙ্গা দামুড়হুদা থানাধীন পীরপুরকুল্লা গ্রামের হাজী মোজাম্মেল হক এর ছেলে মোঃ শাহজাহান সিরাজ।

তিনি পুলিশ সুপারের কার্যালয় এসে জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’কে জানান যে, তিনি বিকাশ এজেন্ট ব্যবসায়ী গত ০৪.০৪.২০২২ খ্রিঃ টাকা পাঠানোর সময় ২৫,০০০/- টাকা ভুলক্রমে অন্যত্রে চলে যায়। পরবর্তীতে উক্ত নম্বরে যোগাযোগ করিলে বিভিন্ন ধরণের তালবাহানা শেষে মোবাইল নম্বরটি একপর্যায়ে বন্ধ করে দেয়।

পুলিশ সুপার অসহায় বিকাশ ব্যবসায়ীর টাকাগুলি উদ্ধারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিম কে নির্দেশ প্রদান করেন।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিম প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উক্ত টাকাগুলো গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন মান্দুয়ারপাড়া গ্রাম থেকে সাদুল্যাপুর থানা পুলিশের সহযোগিতায় টাকা উদ্ধার করে অসহায় শাহজাহান সিরাজকে আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।

এসময় শাহজাহান সিরাজ আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং চুয়াডাঙ্গা পুলিশ সুপার মহোদয়সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব আবু তারেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ পরিদর্শক জনাব জামিল হোসেন, এসআই মোহাম্মদ শিহাব উদ্দিন, এএসআই মোঃ রজিবুল হক, এএসআই রমেন কুমার সরকার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা।

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ১০ টার দিকে গাজীপুরের কাশিমপুর...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x