মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

মির্জা ফখরুল ও আমীর খসরুসহ বিএনপি ও নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফরে আসা মার্কিন প্রতিনিধি দল।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষে বৈঠকে ছিলেন মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনকি সম্পাদক শামা ওবায়েদ। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের দেয়া এক পোস্টে বলা হয়েছে, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝতে এবং অভিন্ন ভিত্তি খুঁজে পাওয়ার চাবিকাঠি হলো গঠনমূলক কথোপকথনে জড়িত হওয়া।

ধারাবাহিকভাবে সম্পৃক্ততার প্রত্যাশা ব্যক্ত করে পোস্টে আরো বলা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কারাগারে হাজার হাজার বিরোধী সদস্যের বিষয়ে বিএনপির মহাসচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনাকে আমরা স্বাগত জানাই। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা হলেন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অফ স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

সফরের অ্যাজেন্ডা সম্পর্কে এক মিডিয়া নোটে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ইন্দোপ্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। সফরকালে তারা তরুণ অ্যাক্টিভিস্ট, সুশীল সমাজ, শ্রম সংগঠক এবং মুক্ত গণমাধ্যমের বিকাশে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন।

মুক্ত ইন্দোপ্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেয়া, মানবাধিকারকে সমর্থন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে আঞ্চলিক সহনশীলতার শক্তিকে এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সংস্কারের প্রচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ।

তাসকিনকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

অবশেষে তাসকিনকে দলে নিয়েই এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু দলে থাকাই নয়, বিশ্বকাপে তাসকিনকে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x