মিষ্টি নিয়ে চাচা তৈমুরের বাসায় আইভী

২০১৬ সালের মত এবারও ভোটের পরদিন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে গেলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নব নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার বিকেলে মিষ্টি নিয়ে নাসিক ১৩ নং ওয়ার্ডে অবস্থিত প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী চাচা তৈমুর আলম খন্দকারের বাড়ি যান তিনি। এ সময় তারা কুশল বিনিময়সহ একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।

তৃতীয় বারের মত অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভাতিজি আইভী ও চাচা তৈমুর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রোববার নগরবাসী ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোটে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তাদের মেয়র নির্বাচিত করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ‘হাতি’ প্রতীকে তৈমুর আলম খন্দকার ৯২ হাজার ১৭১ ভোট পেয়ে পরাজিত হন।

উল্লেখ্য, ২০১৬ সালেও ভোটের পরদিন ২৩ ডিসেম্বর সকালে প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খানের বাসায় মিষ্টি নিয়ে যান বিজয়ী প্রার্থী আইভী।

এর আগে রোববার বেসরকারি ফলাফলে বিজয়ের খবর শোনার পর সেলিনা হায়াৎ আইভী প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের বলেছিলেন, তৈমুর কাকাকে নিয়েই আমি নগরের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখবো।

তৃতীয়বারের মতো জয় পেয়ে আইভী দল-মতের ঊর্ধ্বে থেকেই নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুরের সঙ্গে আলোচনা করে কাজ করবেন বলে জানান।

নির্বাচনী প্রচারে তৈমুর আলম যেসব পরিকল্পনা তুলে ধরেছেন, সেগুলো বিবেচনায় নিয়ে কাজ করার কথা বলেন আইভী।

তৈমুরকে কাকা সম্বোধন করে আইভী বলেন, কাকা তো আগেও অনেক সময় কথা বলেছেন, সহযোগিতা করেছেন। উনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। অবশ্যই উনাকে সঙ্গে নিয়ে কাজ করব।

আশুলিয়ার শিমুলিয়ায় ভূমিদস্যুদের দখলে অসহায় মাসুদের জমি

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন এর দক্ষিন শিমুলিয়ায় প্রভাবশালী ভূমি দস্যুদের থাবা থেকে রেহাই পাচ্ছেনা এলাকার অনেক নিরিহ সংখ্যা লঘু সহ সাধারণ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x