মুন্সীগঞ্জে বসতঘরে গাছ ভেঙে পড়ে মা-মেয়ের মৃত্যু

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে গাছ ভেঙে বসতঘরে চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার কনকসার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মা আসমা বেগম আশু (২৮) ও মেয়ে সুরাইয়ার (৩)। মঙ্গলবার ভোরে স্থানীয়রা চাপা পড়া অবস্থায় লাশ উদ্ধার করে। এ ঘটনায় বসতঘরে থাকা বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় বাবা আব্দুর রাজ্জাককে (৩৫) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আহত ছেলে আরাফাতকে (১০) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, সিত্রাংয়ের প্রভাবে সোমবার দিনভর বৃষ্টি ও প্রবল বেগে বাতাস বইতে শুরু করে জেলার লৌহজং উপজেলার সর্বত্র। সন্ধ্যার পর বাতাসের গতি বাড়তে থাকে। রাতের দিকে উপজেলার কনকসার গ্রামের ঝড়ের কবলে টিনের তৈরি ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে বসতঘর বিধ্বস্ত হয়ে নীচে চাপা পড়েন আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও ছেলে-মেয়ে। পরে আজ ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ আদায় করার উদ্দেশে মসজিদে যাওয়ার পথে বিধ্বস্ত অবস্থায় বসতঘরের নীচে ওই পরিবারের সদস্যদেরও দেখতে পায়। এতে মুসল্লিদের সঙ্গে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে চাপা পড়ে থাকা অবস্থায় আব্দুর রাজ্জাকের স্ত্রী আসমা ও মেয়ে সুরাইয়ার লাশ উদ্ধার করে। এ সময় জীবিত অবস্থায় আব্দুর রাজ্জাক ও তার ছেলে আরাফাতকে উদ্ধার করে।

লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর ঝড়ের কবলে গাছ ভেঙে পড়ে মা ও মেয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিনগত রাতে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে ঘর বিধ্বস্ত হয়ে নীচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

তাসকিনকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

অবশেষে তাসকিনকে দলে নিয়েই এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু দলে থাকাই নয়, বিশ্বকাপে তাসকিনকে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x