মেসির গোল নিয়ে কড়া জবাব রেফারির

বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহ হয়ে গেলো। কিন্তু নাটক চলছেই। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে লিওনেল মেসির অতিরিক্ত সময়ের গোল দেওয়া উচিত ছিল না, এমন দাবি উঠেছে। তোপের মুখে পড়া ম্যাচ রেফারি সংবাদ সম্মেলনে তার ফোনের একটি ছবি দিয়ে সমালোচকদের অভিনব জবাব দিয়েছেন।

গত রোববার লুসাইল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে শেষ হলে পেনাল্টিতে ৪-২ গোলে জেতে আর্জেন্টিনা। মেসি করেন জোড়া গোল ও হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে। ওই ম্যাচে রেফারিং করেন পোল্যান্ডের সাইমন মার্সিনিয়াক। ফরাসি গণমাধ্যম লে’কিপের একটি ছবির কারণে সমালোচিত হন তিনি। ছবিতে দেখা যায় মেসি যখন তার দ্বিতীয় গোল করছিলেন, তখন আর্জেন্টিনার দুজন বেঞ্চের খেলোয়াড় মাঠে ঢুকে পড়েন।

ওই সংবাদপত্র দাবি করে, আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের ৯ অনুচ্ছেদের তিন নম্বর আইন অনুযায়ী যদি কোনও বদলি খেলোয়াড় খেলা চলাকালে মাঠে ঢুকে পড়েন, তাহলে রেফারিকে গোল বাতিল করতে হবে। অবশ্য মার্সিনিয়াক এই বিতর্ক থামালেন পাল্টা ছবিতে। তিনি তার ফোনের একটি স্ক্রিনশট দেখান, যেখানে এমবাপ্পের একটি গোলের সময় সাতজন ফরাসি বদলি খেলোয়াড়কে মাঠে প্রবেশ করতে দেখা গেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ফোন দেখিয়ে মার্সিনিয়াক বলেন, ‘ফরাসিরা এই ছবির কথা উল্লেখ করেনি, ওখানে আপনি দেখবেন এমবাপ্পের গোলের সময় সাতজন ফরাসি ফুটবলার মাঠে ছিল।’ মার্সিনিয়াক এমন সময় মন্তব্য করলেন, যখন রেফারির ভুলের কারণে ফাইনাল আবার খেলানোর জন্য পিটিশন উঠেছে। এখানে স্বাক্ষর পড়েছে ২২০০০০।

বৃষ্টির জন্য সাভারে ইসতিসকার নামাজ আদায়

তীব্র তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির জন্য হাকাকার করছে ঢাকার সাভারসহ সারাদেশের মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলমান তীব্র তাপদাহ থেকে বাঁচতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x