রাজাপুরে ২১ মন্ডপে দুর্গোৎসব, প্রশাসনের কঠোর নির্দেশনা।

ঝালকাঠির রাজাপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা শুরু হয়েছে।
শনিবার (১অক্টোবর) ষষ্ঠীপুজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হচ্ছে। এ বছর উপজেলার ৫ ইউনিয়নে মোট ২১টি পুজা মন্ডপে এখন শারদীয় দুর্গোৎসবের আমেজ বইছে।রাজাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড,সন্জিব কুমার বিশ্বাস বলেন- উপজেলায় সবচেয়ে বড় বাজেটের পুজার আয়োজন করেছে কেন্দ্রীয় হরিসভা মন্দির,রাজাপুর বাজার মন্দির,কবিরাজ বাড়ি মন্দির, কানুদাসকাঠি মন্দির,দঃ তারাবুনিয়া মন্দির, লেবুবুনিয়া বাজার মন্দির।
উপজেলা পুজা উৎযাপন পরিষদের  সাধারণ সম্পাদক গোপাল কর্মকার বলেন, পুজার সব আয়োজন শেষ হয়েছে। পুজা নির্বিঘ্নে উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দেয়া হয়েছে। এ ছাড়া ভক্তদের নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকবে।উপজেলা আনসার ভিডিপি অভিসার সেলিনা রহমান বলেন- ২১ টি পূজা মন্ডপে ৮ জন, ৬জন করে আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, উপজেলার ২১টি পুজা মন্ডপে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে গেছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা প্রতিটি মন্ডপের নিরাপত্তায় সর্বশক্তি নিয়োগ করেছি ও অধিকাংশ পুজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
শুক্তবার সকাল ১০ টায় রাজাপুর উপজেলা আনসার ভিডিপি সদস্যের ব্রিফিং দেন রাজাপুর সার্কেলের সিনিয়র  সহকারী পুলিশ সুপার মাসুদ রানা,ওসি পুলক চন্দ্র রায়,আনসার ভিডিপি অফিসার সেলিনা রহমান।পরে ২১ টি পুজা মন্ডপে পাঠানো হয়েছে।

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ১০ টার দিকে গাজীপুরের কাশিমপুর...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x