রৌমারীতে চোরাকারবারিদের দু’গ্রুপের সংঘর্ষ আহত-৫

রৌমারীতে চোরাচালান সংক্রান্ত পুর্ব শত্রæতার জেরধরে চোরাকারবারি দু’গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। এতে ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে বক্তজ্জামান নামের একজন হাসপাতালে ভর্তি রয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া-চান্দারচর নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়, বিজিবি ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫ টায় রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া-চান্দারচর সীমান্তের আর্ন্তজাতিক পিলার ন¤মর ১০৬৪-৩এস এর আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরে চোরাচালান সংক্রান্ত অর্থনৈতিক লেনদেনের পুর্বশত্রæতার জের ধরে নওদাপাড়া গ্রামের আনছার (৩৫) রফিকুল (৩৫) আলম (২৮) শালু (৪২) শফিকুল (২২) সদাগর (২৮)সহ ৩০ জনের একটি চোরাকারবারি দলের সাথে বক্তজামানের দলের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে বক্তজ্জামান গুরুতর আহত হয়। এসময় বাংলা বাজার বিওপির নিয়মিত টহলরত নায়েক গিয়াস উদ্দিনসহ ৪ জন বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে গুরুতর আহত বক্তজামানকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়।

আহত বক্তজ্জামান বলেন, ঘটনাস্থলে এফএস ও বিজিবি সদস্যরা মাদক চোরাকারবারিদেরকে ধরার জন্য আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আমাকে বিজিবির সাথে দেখা মাত্রই তারা আমার উপর লাঠিসোটা নিয়ে আক্রমন করে এবং বেধরক মারপিট করে। আমি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। এসময় বিজিবির সদস্য নায়েক গিয়াস উদ্দিন এগিয়ে আসলে তিনিও আহত হন।

এঘটনায় জামালপুর ৩৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান ঘটনার স্বীকার করে বলেন, সীমান্তে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। #

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিমের দাফন সম্পন্ন

আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের দাফন সম্পন্ন হয়েছে । আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর বনানী কবরস্থানে তাকে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x