রৌমারীতে সাংবাদিক নাদিম হত্যার আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার জড়িত আসমাীদের ফাঁসির দাবীতে এক মানববন্ধন করেছেন রৌমারীর সকল সাংবাদিবৃন্দ। ১৯ জুন সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি এসএম সাদিক হোসেন, করতোয়া ও খবরপত্র প্রতিনিধি শওকত আলী মন্ডল ও সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহ আ: মোমেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি আলতাফ হোসেন, জবাবদিহি প্রতিনিধি শফিকুল ইসলাম, সংবাদ প্রতিনিধি আনিছুর রহমান, ভোরের কাগজ প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল, শিক্ষা ডটকম এর প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাখা, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি একেএম হাসাুনজ্জামান আংগুর, গণমানুষের আওয়াজ প্রতিনিধি ইউনুস আলী, তথ্যধারা প্রতিনিধি সাইফুল ইসলাম, মিন্টু মিয়া, সরেজমিন প্রতিনিধি লিটন সরকার, শাকিল আহমেদ, আব্দুল কাইয়ুম, নাজমুল আলম, রয়েল নিউজ প্রতিনিধি আব্দুল খালেক, আবু তৈয়বুর রহমান আকাশসহ স্থানীয় সর্বস্তরের জণগণ।

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত বিচার কার্যক্রম শেষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি। এছাড়াও বাকি আসামী দ্রুত গ্রেফতার করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন ও আইসিটি মামলা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের নির্যাতনে আহত হন দৈনিক মানবজমিন, একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। আহত নাদিমকে উদ্ধার করে পরদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।#

কৃতি শিক্ষার্থীদের পড়া লেখায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রেসক্লাবের ৩জন সাংবাকর্মীর মেধাবী সন্তানগন জিপিএ ৫.০০ সহ কৃতিত্বের সাথে কৃতকার্য...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x