রৌমারী সীমান্তে পাচারকালে ভারতীয় ছয়টি গরু আটক

আকতার হোসেন :

চোরাকারবারিরা প্রতিনিয়তই কাঁটাতারের বেড়া কেটে গরুর চালান ভারত থেকে বাংলাদেশে পাচার করে থাকে । সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোর তিনটার দিকে খেওয়ারচর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নজরুল ইসলামের নেতৃত্বে ছয়টি গরু আটক করা হয়। ঘটনাটি রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্দা নামক সীমান্তে ঘটেছে। বিজিবি সুত্রে জানা গেছে ১০৬৯ পিলারের আশপাশ দিয়ে চোরাকারবারিরা কাঁটাতারের বেড়া কেটে ভারতের আসাম রাজ্যের সোদর টিলা গ্রাম নামক এলাকার সহযোগিতায় চোরাকারবারিরা গরু পাচার করে থাকে।

ভারতের লোকজন সহযোগিতা না করলে বাংলাদেশীরা ভারত থেকে বাংলাদেশে গরুর পাচার করতে পারবেনা। এভাবে রৌমারীর পোরো সীমান্তই চোরাকারবারিদের দখলে রয়েছে হরহামেশাই ভারতীয় গরুর পাশাপাশি আসছে নানা জাতের নেসা জাতীয় দ্রব্য। যে নেসার আগুনে পুড়ছে বাংলাদেশ। ওই মাদকদ্রব্যের ছোবলে অন্ধকার দেখছেন অসহায় অনেক পরিবার। সীমান্ত চোরাকারবারিদের নিয়ন্ত্রণে আনতে না পারলে ভবিষ্যৎ আরও অন্ধকারে হাবুডুবু খাবে বাংলাদেশ লাভমান হবে গুটিকয়েক ব্যবসায়ী। এখান থেকে রক্ষা পেতে সীমান্তে টহল জোরদার করতে হবে এবং প্রয়োজনে ফোর্স আরও বৃদ্ধি করতে হবে। অপরদিকে রৌমারী উপজেলার যেটুকু আয়তনের সীমান্ত পুরো সীমান্ত জুড়েই প্রতিদিন মাদক আসছে বাংলাদেশ।

ভারতীয় ছয়টি গরু আটকের বিষয় খেওয়ারচর ক্যাম্পের কোম্পানি কমান্ড নজরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে ১০৬৯ পিলার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ছয়টি গরু আটক করতে সক্ষম হয়েছি। তবে চোরাকারবারিদের কাওকেই আটক করা সম্ভব হয়নি। তবে আটককৃত গরু ছয়টি রৌমারী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

কৃতি শিক্ষার্থীদের পড়া লেখায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রেসক্লাবের ৩জন সাংবাকর্মীর মেধাবী সন্তানগন জিপিএ ৫.০০ সহ কৃতিত্বের সাথে কৃতকার্য...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x