করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১১১৬ জন

করোনার শনাক্তের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৫ দশমিক ৬৭শতাংশ। নতুন শনাক্তের ৮৩ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৯ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১১৬ জন। আগেরদিন এই সংখ্যা ছিল ১১৪৬জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৯২হাজার ২০৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৫৪জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৮৬ টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ২৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৬৯ জন এবং নারী ১০ হাজার ১৩০ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের ১ জন রয়েছেন। মারা যাওয়া ব্যক্তি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তিনি সরকারি হাসপতালে মারা গেছেন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৯২১ জন। যা একদিনে মোট শনাক্তের ৮২ দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৯৪৩জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ১৭ জন শনাক্ত হয়েছেন।

বৃষ্টির জন্য সাভারে ইসতিসকার নামাজ আদায়

তীব্র তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির জন্য হাকাকার করছে ঢাকার সাভারসহ সারাদেশের মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলমান তীব্র তাপদাহ থেকে বাঁচতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x