৪৪ ইঞ্চি বর, ৩৩ ইঞ্চির কনের বিয়েতে গ্রামজুড়ে আনন্দ

বরের উচ্চতা ৪৪ ইঞ্চি ও কনের উচ্চতা ৩৩ ইঞ্চি। দুজনেই বাধা পড়লেন বিয়ের বন্ধনে। পিরোজপুরের স্বরূপকাঠিতে বৃহস্পতিবার দুপুরে দুই পরিবারের সম্মতিতেই জাঁকজমকপূর্ণভাবে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ে ঘিরে এক প্রকার আনন্দ-উৎসবমুখর পরিবেশ ছিল গ্রামজুড়ে।

নব দম্পতিকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন সাধারণ মানুষ। ফেসবুকে পোস্ট দিয়ে তাদের শুভকামনাও জানিয়েছেন অনেকে।

বর ২২ বছর বয়সী আল আমিন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। আর ২০ বছর বয়সী কনে শাম্মি আক্তার ইন্দুরহাট বন্দরের সোহাগদল গ্রামের ইলেক্ট্রিক ব্যবসায়ী মো. শাহজাহানের কন্যা।

অনুষ্ঠানের পর পরিবারের স্বজনরাসহ পাড়া-প্রতিবেশীরা উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর-কনেকে বিদায় জানান। কনেকে নিয়ে বরের বাড়ি ফিরলে এলাকার শত শত মানুষ তাদের একনজর দেখতে ভিড় জমান। তাদের মাঝে যেন আনন্দের ফোয়ারা বইছে।

আল আমিন ও শাম্মি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমরা সুখী হতে চাই। সমাজের অনেকেই আমাদের নিয়ে হাসি-ঠাট্টা মজা করে থাকেন। এগুলো মাঝে মাঝে খারাপ লাগলেও আমরা পাত্তা দিচ্ছি না। সকলের দোয়া চাই আমাদের দাম্পত্য জীবনের জন্য।’

বর আল আমিনের এলাকার বাসিন্দা নাছির হাওলাদার বলেন, ‘এমন বিয়ে খুব কমই দেখা যায়। আল আমিন ভাই অনেক ভালো মানুষ। তার এমন সুন্দর বিবাহ হয়েছে আমরা এলাকাবাসী অনেক খুশি। তাদের জন্য দোয়া করি।’

এলাকার ইউপি সদস্য দেব কুমার সমদ্দার বলেন, ‘এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বর-কনেকে বরণ করেছেন। শুধু ওই এলাকার নয়, আশেপাশের বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে ওই বাড়িতে।’

হেলিকপ্টার ‌‘দুর্ঘটনা’র পর খোঁজ পাওয়া যাচ্ছে না ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহরের একটি হেলিকপ্টার রবিবার খারাপ আবহাওয়ার মধ্যে ‘দুর্ঘটনায়’ পড়েছে। ওই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x