৬০ বছর বয়সে বিয়ে, এবার মুখ খুললেন আশিষের প্রথম স্ত্রী

নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো খলনায়ক তিনি। তবে বর্তমানে চলচ্চিত্রে তার উপস্থিতি খুবই কম। ৬০ বছর বয়সে এসে নতুন ইনিংস শুরু করেন অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা। কনের নাম রুপালি বড়ুয়া। জীবনের এ পর্যায়ে এসে বিয়ে করায় বিষয়টি এখন বহুল চর্চিত।

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন আশিষের প্রাক্তন স্ত্রী রাজশী বড়ুয়া। এই অভিনেত্রী-গায়িকা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সঠিক ব্যক্তি আপনাকে প্রশ্ন করবেন না যে, আপনি তাদের কী বলতে চাইছেন! আপনি আঘাত পেতে পারেন, এজন্য তারা এটা করবেন না।’

আরেকটি স্টোরিতে রাজশী বড়ুয়া লিখেন, ‘এখনই আপনি আপনার মন থেকে অতিরিক্ত চিন্তাভাবনা এবং সন্দেহ দূর করুন। ব্যাখ্যা করতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে, শান্তি ও প্রশান্তি আপনার জীবনকে পূর্ণ করুক। আপনি অনেক দিন ধরেই শক্ত ছিলেন, আপনার আশীর্বাদ গ্রহণ করার সময় এসেছে। আপনি এর যোগ্য।’

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আশিষের প্রাক্তন শাশুড়িও। রাজশী বড়ুয়ার মা শকুন্তলা বড়ুয়া একজন গুণী অভিনেত্রী। সন্তান ভালো না থাকলে পৃথিবীর কোনো মা ভালো থাকেন না। মেয়ের ২২ বছরের সংসার ভাঙার কারণে বিশেষ ভালো নেই শকুন্তলাও। ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান এই অভিনেত্রী।

বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার আগে কি আপনার সঙ্গে আলোচনা করেছিলেন রাজশী? এ প্রশ্নের জবাবে শকুন্তলা বড়ুয়া বলেন— ‘এত বছরে ওদের মধ্যে কোনো ঝগড়া দেখিনি। কী হলো বলতে পারব না। আমি আমার মেয়েকে নিয়ে আর পাঁচজন মায়ের মতোই চিন্তা করি। জানি, ও ভালো আছে। আমি আর কিছুই চাই না। আশিষও ভালো ছেলে। আশিষের জন্য আমার আশীর্বাদ রইল। ওদের ছেলেও বড় হয়ে গিয়েছে। পড়াশোনা শেষ করে চাকরি করছে। কয়েক দিন আগে দেখাও করে গিয়েছে। আমার সঙ্গে কথা বলে ওরা কোনো সিদ্ধান্ত নেয়নি। দু’জনেই প্রাপ্তবয়স্ক, এ ক্ষেত্রে আমার কিছু বলার নেই।’

উল্লেখ্য, বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়া আশিষের প্রথম স্ত্রী। এ সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। কি কারণে এ সংসার ভেঙে গেছে তা জানা যায়নি। তবে রাজশীর সোশ্যাল মিডিয়ায় এখনো শোভা পাচ্ছে আশিষের ছবি।

বৃষ্টির জন্য সাভারে ইসতিসকার নামাজ আদায়

তীব্র তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির জন্য হাকাকার করছে ঢাকার সাভারসহ সারাদেশের মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলমান তীব্র তাপদাহ থেকে বাঁচতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x