জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ত্রি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬জুলাই) বিকেল ৫ ঘটিকায় সাভারের শিমুলতলা এম.কে টাওয়ারের ভিআইপি লাউঞ্জে ৪র্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ উক্ত অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-উর-রশিদ (সিআইপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগ মোঃ সোহেল রানা।এসময় বক্তারা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সত্যিকারের সৈনিক হওয়ার জন্য বিভিন্ন প্রকার নির্দেশনা প্রদান করেন।এছাড়াও সকলকে সততার সাথে নিজ সাংগঠনিক দ্বায়িত্ব পালন করে দেশ ও দশের মঙ্গলের জন্য কাজ করার আহবান জানান।কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়, পরে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
এরপর বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে আলোচনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য অর্জন ও অবদান নিয়ে আলোচনা শেষে উপস্থিত সকলকে নিয়ে প্রীতি ভোজের আয়োজন করা হয়। সর্বশেষে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয় এবং আগামী ২০জুলাই তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি চুড়ান্ত করা হবে বলে ঘোষণা করা হয়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা জেলাসহ বিভিন্ন থানা, ইউনিয়ন,ওযার্ড কমিটির নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।