জাতীয়তাবাদী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং জেলা ও উপজেলা সমূহের সকল প্রকারের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিলুপ্ত ঘোষণা করার পর কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হবে। পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির গঠনের আগে পর্যন্ত সকল জেলা এবং উপজেলা সমূহের কমিটির কার্যক্রম ও বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ সিরাজুল মনির জহিরুল ইসলাম টিটু শহিদুল ইসলাম তানজিল শিকদার।
এ বিষয় কার্যনির্বাহী পরিষদের এক সদস্য বলেন কেন্দ্রীরা নির্বাহী কমিটির পুনর্গঠন এবং সংগঠন কে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব দ্রুত আহবায়ক কমিটি ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।