কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ

এশিয়া কাপ হকির শিরোপার রেস থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে অন্য এক জায়গায় স্বপ্ন বেঁচে ছিল বাংলাদেশের। আজ সেই স্বপ্ন পূরণও হয়েছে। কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ভারতের রাজগিরে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।তবে কত নম্বর হিসেবে বিশ্বকাপ বাছাই পর্বে খেলবে বাংলাদেশ তা জানতে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা সেদিন জাপানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবেন আশরাফুল ইসলাম-রোমান সরকাররা।

ম্যাচের প্রথম কোয়ার্টারে এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১০ মিনিটে বাংলাদেশকে পেনাল্টি কর্নার থেকে লিড এনে দেন আশরাফুল। আর দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল দিয়ে প্রতিপক্ষকে বলা যায় ম্যাচ থেকে ছিটকেই দেয় বাংলাদেশ। দলের দ্বিতীয় গোলটিও করেন আশরাফুল। ২৩ মিনিটের গোলটিও পেনাল্টি কর্নার থেকেই। তৃতীয় গোলটি আসে ওপেন প্লে থেকে। ২৮ মিনিটে করেন রোমান। তৃতীয় কোয়ার্টারেও জোড়া গোল পায় বাংলাদেশ। শুরুটা করেন রোমান। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে। সেই গোলের রেশ শেষ হতে না হতেই বাংলাদেশ পঞ্চম লিডের উদযাপনে মাতে।

প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারেন তায়েব আলী। অন্যদিকে ৩৮ মিনিটে আলতিনবেক আইতকালিয়েভ এক গোল করে কাজাখস্তানের ব্যবধান কমান। চতুর্থ এবং শেষ কোয়ার্টারে কোনো দলই গোল করতে না পারলে ৫-১ ব্যবধানের জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার স্বপ্ন পূরণ হয় বাংলাদেশের।

টাঙ্গাইলে গোসল করতে নেমে লৌহজং নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অপর জন নিখোঁজ

টাঙ্গাইলে গোসল করতে নেমে লৌহজং নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আরেক জন শিশু ডুবে নিখোঁজ রয়েছে। বুধবার (২৪...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT