পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত রাবি, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জুবেরী ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন। পরে শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপ-উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করছেন।

শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহাল নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয়টিতে। গতকাল শুক্রবার বিকালে প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসে কয়েকজন শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে শনিবার দুপুর আড়াইটার দিকে উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন প্রশাসনিক ভবনে এলে তার গাড়ি আটকে ‘পোষ্য কোটা’ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এরপরই তার বাসভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়।

বাসভবনে ঢুকতে না পেরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ফিরে আসেন। পরে তারা জুবেরী ভবনের দিকে গেলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে সেখানে পৌঁছান। সেখানে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে ঘিরে ফেলেন শিক্ষার্থীরা। এ সময় তিনি ভবনের দ্বিতীয় তলায় উঠলে শিক্ষার্থীরা তাকে ও শিক্ষকদের সেখানে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করছে।

এদিকে শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে গতকাল বিকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে জোহা চত্বরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শনিবার সকালে তুমুল বৃষ্টির মধ্যেও তাদেরকে অনশন কর্মসূচি চালিয়ে যেতে দেখা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

অনশনরত অবস্থায় তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন, সমাজকর্ম বিভাগের ২৪-২৫ সেশনের ইস্পাহানি ও আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রমজানুল মোবারক। আজ দুপুর ১টার দিকে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক। তাদের খোঁজখবর নিতে গিয়ে নিজেও অনশনে যোগ দেন তিনি।

টাঙ্গাইলে গোসল করতে নেমে লৌহজং নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অপর জন নিখোঁজ

টাঙ্গাইলে গোসল করতে নেমে লৌহজং নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আরেক জন শিশু ডুবে নিখোঁজ রয়েছে। বুধবার (২৪...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT