এবার মুসলিমদের সম্মিলিত বাহিনী গড়ার ইঙ্গিত দিলো পাকিস্তান

শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওপর এককভাবে নির্ভরশীল না থেকে এবার মুসলিমপ্রধান এবং আরব দেশগুলোকে নিয়ে সম্মিলিত বাহিনী গড়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।

এ প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‌‌‘পাকিস্তানের খুবই বড় এবং কার্যকর সশস্ত্র বাহিনী রয়েছে, যারা প্রথাগত যুদ্ধে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।’ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে যদি জাতিসংঘের বাইরে কোনও ঐক্যবদ্ধ বাহিনী গড়া হয়, তাহলে পাকিস্তান তাতে অংশ নেবে কি না, সংবাদমাধ্যম আল জাজিরার এমন প্রশ্নের জবাবে ইসহাক দার এমন মন্তব্য করেছেন। খবর দ্য ডন ও আরব নিউজের।

কাতারের দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আরব-ইসলামি সম্মেলনের আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ওই স্বাক্ষাৎকার রেকর্ড করা হয়েছিল। আল জাজিরার উপস্থাপক ওসামা বিন জাভেদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, গাজায় হস্তক্ষেপ করতে জাতিসংঘের বাইরে কোনও ঐক্যবদ্ধ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা আছে কি না?

জবাবে দার বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো একটি কাঠামো গড়ে তোলা যেতে পারে। তিনি বলেন, উদাহরণ হিসেবে বলা যায়, তারা কোনও দেশ তাদের কথা না শুনলে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। এটি যে কোনও দেশের জন্য ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে থাকে।

পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে আরব দেশগুলো এবং আরব লীগের আলোচনায় ‘একটি সম্মিলিত নিরাপত্তা বাহিনী গঠনের’ কথা উঠেছে। তিনি বলেন, এটা কেন নয়? এতে সমস্যা কী? তাদের অবশ্যই এমন একটি বাহিনী থাকা উচিত। নিজেদের সক্ষমতা এবং শক্তি অনুযায়ী একটি ব্যবস্থা তৈরি করা উচিত। এটি আক্রমণের জন্য নয়, বরং শান্তি প্রতিষ্ঠা এবং ডেটারেন্স নিশ্চিত করা জন্য হওয়া উচিত। আগ্রাসী শক্তিকে থামাতে, দখলদারকে থামাতে এবং এমন কাউকে থামাতে যে কাউকেও তোয়াক্কা করছে না।

এরপর আল জাজিরার উপস্থাপক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, যদি এমন বাহিনী গঠন করা হয়, তখন পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের অবস্থান কী হবে? জবাবে দার বলেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান অবশ্যই মুসলিম উম্মাহর সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করবে।

জাভেদ এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে দার বলেন, পাকিস্তান পারমাণবিক অস্ত্রকে কেবল প্রতিরোধের মাধ্যম হিসেবেই দেখে এবং এটি ব্যবহারের কোনও ইচ্ছা নেই। তিনি বলেন, কিন্তু পাকিস্তানের বড়, সুপরিচিত, কার্যকর সেনাবাহিনী, কার্যকর বিমানবাহিনী, কার্যকর নৌবাহিনী রয়েছে। চ্যালেঞ্জ করা হলে আমরা প্রচলিত পদ্ধতিতেও প্রতিপক্ষকে হারাতে পারি। আমরা তা প্রমাণও করেছি।

টাঙ্গাইলে গোসল করতে নেমে লৌহজং নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অপর জন নিখোঁজ

টাঙ্গাইলে গোসল করতে নেমে লৌহজং নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আরেক জন শিশু ডুবে নিখোঁজ রয়েছে। বুধবার (২৪...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT