কুড়িগ্রাম রৌমারী উপজেলার মির্জা পাড়া নুরুল হক সরকার পলিটেকনিক ইন্সটিটিউট গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডু অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই জাতীয় খেলা হাডুডু কাবাডি কিন্তূ ১০ বছর আগে স্কুল গামী ছাত্র-ছাত্রী জেলা উপজেলা ভিত্তিক খেলাটি প্রতিযোগিতা চোখে পড়ত, বর্তমানে সেটাও চোখে পড়ে না।
অনেকেই হাডুডু খেলার নিয়ম পর্যন্ত জানা নেই, উক্ত হাডুডু খেলায় সভাপতি ছিলেন, লাল মিয়া লাল সাবেক ইউপি সদস্য, প্রধান অতিথি, আব্দুর রাজ্জাক চেয়ারম্যান আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রৌমারী উপজেলা শাখা, বিশেষ অতিথি, মোস্তাফিজুর রহমান রঞ্জু সদস্য সচিব রৌমারী উপজেলা বিএনপি, মোস্তাফিজুর রহমান তারা সভাপতি উপজেলা প্রেসক্লাব সদস্য রৌমারী উপজেলা বিএনপি, মঞ্জুরুল ইসলাম মঞ্জ যুগ্ন আহবায়ক রৌমারী উপজেলা বিএনপি, কাজিমউদ্দিন আহ্বায়ক বন্দরের ইউনিয়ন বিএনপি, আব্দুল আজিজ সদস্য সচিব বন্দেবেড় ইউনিয়ন বিএনপি, রফিকুল ইসলাম পরিচালক মির্জা পাড়া নুরুল হক সরকার পলিটেকনিক ইন্সটিটিউট , ইউসুফ আলী কুয়েত প্রবাসী মির্জা পাড়া রৌমারী , খেলার পরিচালনা কমিটি ছিলেন, রফিকুল ইসলাম, ফজলুল হক, আব্দুল মালেক, মন্টু মিয়া, সাখাওয়াত হোসেন, আমজাদ হোসেন সভাপতি নুরুল হক সরকার পলিটেকনিক ইন্সটিটিউট, ছককু মিয়া, আজাদুল ইসলাম, মুসা মিয়া, আব্দুল আলীম আপেল, আমরুল ইসলাম, মতিয়ার রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, খেলাটির রেফারী হিসেবে ছিলেন, মোঃ আব্দুল করিম ম্যানেজার, আনোয়ার হোসেন, আক্কাস আলী ইউ পি সদস্য। সভাপতি লাল মেম্বার বলেন জনগণকে আনন্দ দেওয়ার জন্য মাদকমুক্ত গড়ার লক্ষে হাডুডু খেলাটি আমরা প্রত্যেক বছর রৌমারী উপজেলার মির্জা পাড়া গ্রামে পরিচালনা করব।