চাকসু নির্বাচনে বহিরাগতদের নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে প্রশাসন 

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামী ১৫ অক্টোবর (বুধবার) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমসহ দেশের বাইরে অবস্থানরত চবি সংশ্লিষ্টদের মাঝেও ব্যাপক আগ্রহ বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড বা ব্যাংক রশিদ) সার্বক্ষণিক সঙ্গে রাখার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি কেউ সন্দেহজনক বলে মনে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালাতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘চাকসু নির্বাচন একটি ঐতিহাসিক ঘটনা। এ নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি না হয়, সেটি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’

গলাচিপা সরকারি হাসপাতালকে দালালমুক্ত করলেন ডা. মেজবাহউদ্দিন

উল্লেখ্য, ৭ম চাকসু নির্বাচন নিয়ে পুরো ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ১৫ অক্টোবর সকাল নয়টা থেকে বিকাল ৪টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন: তথ্য উপদেষ্টা

চট্টগ্রাম বিভাগের বিএনপি্র প্রার্থীদের ভাগ্য নির্ধারণ কাল

জোটের শরিক দলগুলোর জন্য কিছু আসন বাদ রেখে নিজেদের একক প্রার্থিতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। ইতোমধ্যে অধিকাংশ আসনের মনোনয়ন প্রত্যাশীদের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT