নীলফামারীতে টানা দুদিনের ভারি বৃষ্টিপাতের পর হঠাৎ ঝড় আঘাত হানে। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। স্থানীয়রা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
রোববার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া গ্রামে কয়েক মিনিটের তীব্র ঝড়ে বাড়িঘর ভেঙে যায়। ধান, কলা, ভুট্টা, পেঁয়াজ, রসুনসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং কিছু দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বানিয়াপাড়া গ্রামের এমদাদুল হক জানিয়েছেন, ঝড়ের কারণে শতাধিক ঘরবাড়ি নিমিষে শেষ হয়ে গেছে। নাসিমা বেগম বলেন, “রান্না করছিলাম, হঠাৎ ঝড়ের শব্দ পেলাম। কিছু বুঝে ওঠার আগেই ঘরের চালা উড়ে গেল। আমরা গরিব মানুষ, এখন কী করব জানি না।”
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান, ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে, গবাদিপশু ও মানুষের চিকিৎসার জন্য মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং শুকনা খাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।