বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জে
শিক্ষক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত।
গত (৫ অক্টোবর ২০২৫) রবিবার সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজনে শিক্ষক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড,এম এ সবুরের সঞ্চালনায় শিক্ষক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ ফেডারেশনের
সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি
অধ্যক্ষ হাসান মনসুর মিলন,সাধারণ সম্পাদক অধ্যাপক জুবায়ের হোসেন,বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি ড,আমিনুজ্জামান তালুকদার,
সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মাওলানা ময়নুল হক,অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক জাকির হোসেন,অধ্যাপক শাহীন রেজা, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, মাদ্রাসা শিক্ষক পরিষদ জেলার সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি সাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষাক পরিষদ জেলার সভাপতি আশরাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক পরিষদ জেলার সভাপতি রেজাউল হক রাজু, ইবতেদায়ি শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আনিসুর রহমান প্রমুখ।
সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,
শিক্ষকদের অধিকার,মর্যাদা সুরক্ষা ও সুষ্ঠ সুন্দর পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিবেশ
নিশ্চিত করণ,সর্বস্তরের শিক্ষকদের বৈষম্য দূরীকরণ এবং বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবি জানান।
পরে সমাবেশ স্থল থেকে সকল শিক্ষক নেতৃবৃন্দ ও সদস্যদের অংশ গ্রহণে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তির সোপান চত্বরে সমবেত হয়ে অনুষ্টান সমাপ্তি ঘোষণা করে।