ক্রিকেটমায়ের দোয়া নিয়ে মাঠে নেমে দুর্দান্ত বোলিং করলেন মারুফা

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। এমন জয়ের ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার। জোড়া উইকেট শিকার করে ম্যাচসেরাও হয়েছেন এই পেসার। ম্যাচ শেষে মারুফা জানান, মায়ের দোয়া নিয়ে খেলতে নামেন তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ম্যাচের প্রথম ওভারেই জোড়া উইকেট শিকার করেন মারুফা। তার দারুণ দুই লেট ইনসুইঙ্গারে পরাস্ত হন ওমাইমা সোহাইল ও ইনফর্ম সিদরা আমিন। সেই ধাক্কার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি পাকিস্তান। গুঁটিয়ে গেছে মাত্র ১২৯ রানেই। ম্যাচটা সহজেই জিতে নিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মারুফা বলেন, ‘আমার মাকে ভিডিও কল দিয়েছিলাম। তিনি ম্যাচের আগে সূরা পড়েন সবসময় এবং আমার জন্য দোয়া করেন। বাবাকে ভিডিও কল দিতে পারিনি, উনি বাটন ফোন ব্যবহার করেন। বাটন ফোনে ভিডিও কল করা যায় না (হাসি)।

নিজের বোলিং নিয়ে এই টাইগ্রেস পেসার আরও বলেন, ‘আসলে শুরুতে চেয়েছি উইকেট টু উইকেট বল করে যেতে। আমি জানি আমার বল সুইং করে অনেক। আমি চেষ্টা করি লাইন লেন্থ ধরে রাখতে। (নিগার সুলতানা) জ্যোতি আপুও আমাকে এটাই বলেছে।

দলের সবার সাপোর্ট পান জানিয়ে মারুফা বলেন, ‘সবাই আমাকে অনেক সাপোর্ট করে। যদি বাউন্ডারি হয়ে যায় তখনও সবাই আমাকে সাপোর্ট করে যায়। আমি অনেক এক্সাইটেড এবার। আমার জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগ থেকেই না ঘুমিয়ে বিশ্বকাপের কথা ভাবছিলাম, কীভাবে এখানে অনেক ভালো করতে পারি, ম্যাচ উইনার হতে পারি।’

শিক্ষক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে শিক্ষক সমাবেশ ও শোভাযাত্রা

বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জে শিক্ষক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত। গত (৫ অক্টোবর ২০২৫) রবিবার সকাল ১১ টায় সিরাজগঞ্জ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT