সারাদেশে কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন সম্পন্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে দেবী দুর্গার বিদায়ের সুরে মুখরিত হয়েছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী। সকালে সিঁদুর খেলা শেষে দুপুর থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে বিসর্জন শোভাযাত্রা শেষ হয়। এই শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে ডিএমপি সাধারণ নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক পুলিশ মোতায়েন করেছিল।

এছাড়া, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়। পলাশী মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজঘাটে তিনটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছিল। নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম সার্বক্ষণিক প্রস্তুত ছিল। এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্টদের প্রতি নির্ধারিত সময় ও রুট মেনে চলার জন্য ধন্যবাদ জানিয়েছে। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গাপূজার সমাপ্তি শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

শিক্ষক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে শিক্ষক সমাবেশ ও শোভাযাত্রা

বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জে শিক্ষক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত। গত (৫ অক্টোবর ২০২৫) রবিবার সকাল ১১ টায় সিরাজগঞ্জ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT