শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার ১০ অক্টোবর সেনাবাহিনীর সহযোগিতায় জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি ট্রাক থেকে ২৭ বস্তা (প্রায় ৪০০ কেজি) অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে।
এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পরিবেশ দূষণের অন্যতম কারণ এই অবৈধ পলিথিন শপিং ব্যাগ, যা মাটির উর্বরতা নষ্ট করে, ড্রেনেজ ব্যবস্থায় বাধা সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।