চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবাসহ মৃগমারি মিন্টু (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ০২ নভেম্বর ২০২৫ বিকাল ৪:০৫ মিনিটের সময় তাকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত আসামি মোঃ মিন্টু (৪৫) চুয়াডাঙ্গার জীবননগর থানার খোরশেদ আলমের ছেলে। অভিযানটি চুয়াডাঙ্গা সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই জুম্মান খান, এএসআই মোঃ মোত্তালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ।
রবিবার ০২ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল ৪:০৫ মিনিটের সময় জীবননগর থানাধীন উথলী বাজারপাড়া গ্রামস্থ দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসার সামনে সলিং ইটের রাস্তার উপর হতে আসামী মোঃ মিন্টু আলী (৪৫) কে ২৫ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রবিবার ২ই নভেম্বর ২০২৫ জীবননগর থানা উথলী বাজার পাড়ার গ্রামস্ত্র দারুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসার সামনে ইটের সলিং রাস্তার উপর হতে আসামি মোঃ মিন্টু আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।আসামিকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।













