বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘ দিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছিল।
এর আগে সোমবার মধ্যরাতের পর মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক সক্ষমতা না থাকায় তা সম্ভব হয়নি।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তার মৃত্যুতে বিএনপির দলীয় নেতাকর্মীসহ রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালের সামনে ভোরেই ভিড় করতে শুরু করেছেন দলীয় কর্মী-সমর্থকরা।













