ঢাকাস্থ নবাবগঞ্জ মনিকান্দা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নবাবগঞ্জ শাখার আয়োজনে একটি দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মো. হারুনুর রশিদ আনুষ্ঠানিকভাবে ক্যাম্প টির উদ্বোধন ঘোষণা করেন।
ক্যাম্প টি আয়োজনে বিশেষ সহযোগিতা প্রদান করেছে নিউরো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইব্রাহীম খলিল, এ. কে. এম. এস রহমাত উল্লাহ, ডঃ ইমা বিনতে ইউনুস, ডাঃ এনামুল হাসান (বাপ্পি)ও আব্দুর রউফ।
প্রধান অতিথি ব্যারিস্টার নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, মানবসেবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে চিকিৎসা সেবা। তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, সবার জন্য চিকিৎসা সেবাটা নিশ্চিত করার যে স্লোগান, যে দায়িত্ব, সেই দায়িত্ব এই রাষ্ট্র যথাযথভাবে পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
যাদের অর্থ আছে, টাকা আছে, তারা ভালো ভালো ক্লিনিকগুলোতে, ভালো ভালো চিকিৎসা কেন্দ্রগুলোতে, দেশ ও দেশের বাইরে, তারা সেই চিকিৎসা নিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের দেশে অসংখ্য গরিব-আদম যারা চিকিৎসার অভাবে, ন্যূনতম চিকিৎসার অভাবে, ডাক্তারকে দেখানোর যে ন্যূনতম ফিশ, সেটার অভাবে ধুঁকে ধুঁকে মরছে বলে অভিমত ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এই ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পগুলো সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে ন্যূনতম স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













