সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া উত্তর পাড়া এলাকায় বাড়ির মালিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে জামগড়া উত্তর পাড়া বাড়ির মালিক কল্যাণ সমিতি আত্মপ্রকাশ করেছে।
নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল লতিফ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, মোঃ মহিনুদ্দিন কনক, সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক মাষ্টার, সহ-সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর তালুকদার, কোষাধক্ষ্য মোঃ আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসমাইল হোসেন মোল্লা, আতিকুর রহমান উজ্জ্বল, আহসান উল্লাহ ভুঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে গত শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ইং) ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়, এই সমিতির মাধ্যমে এলাকার বাড়ির মালিকদের বিভিন্ন সমস্যা ও রাস্তা-ঘাটের সমস্যা সমাধানসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং ঐক্যবদ্ধভাবে এলাকার কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সমিতির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে নিয়মিত সভা ও কার্যক্রমের মাধ্যমে সংগঠনটিকে আরও সক্রিয় করা হবে।













