পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই ‘ফাঁস’ ভারতের একাদশ!

এশিয়া কাপের এবারের আসরের সবচেয়ে হাইভোল্টেজ চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের আগেই ‘ফাঁস’ হয়েছে ভারতের একাদশ! এমনি গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এতে বেশ মজেছেন ভারতের ক্রিকেট সমর্থকরা।

আর এই একাদশ ‘ফাঁস’ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)! ক্রিকেট বিশেষজ্ঞ ও সমর্থকরা মনে করছেন, অক্টোবেরে আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারত এশিয়া কাপে নিজেদের একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে।

আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পকিস্তানের ম্যচের আগেই নিজেদের ইনস্টাগ্রামে একাদশ নিয়ে রহস্যময় পোস্ট দিয়েছে।

পাকিস্তান ম্যাচকে সামনে রেখে দুবাইতে অনুশীলনে ব্যস্ত টিম ইন্ডিয়া। শুক্রবার (২৬ আগস্ট) অনুশীলনে থাকা খেলোয়াড়দের ছবি ধারাবাহিকভাবে বিসিসিআই তাদের ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করে। এশিয়া কাপ হ্যাশ ট্যাগ দিয়ে ১০ টি সিরিজ ছবি প্রকাশ করা হয়।

আর এতেই ভারতের ক্রিকেটপ্রেমিরা অনুমান করে নেয় কারা থাকছেন পাকিস্তানের বিপক্ষে সেরা একাদশে। পোস্টে ভক্তরা বিভিন্ন ধরনের মন্তব্য করে।একজন মন্তব্য করেন, এইসব ছবি পোস্ট করে একাদশে কারা খেলবেন সেই ইঙ্গিত দিয়ে রাখলো বিসিসিআই।

তবে আসলেই একাদশ ফাঁস হয়েছে কিনা তা বোঝা যাবে ম্যাচের দিন ভারতের একাদশের সঙ্গে মিল দেখে। এর আগে এটা শুধু অনুমান মাত্র।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে সরকারি সফর শেষে আজ সকালে তার সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x