আশুলিয়ায় আবারও গার্মেন্টস কর্মীদের উপরে হামলা টাকা এবং মোবাইল ছিনতাই

আশুলিয়ার জামগড়ায় গার্মেন্টসকর্মীদের উপর ছিনতাইকারীদের হামলা, টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ।

গতকাল বুধ(১৯শে জানুয়ারী) রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া মীরবাড়ি এলাকায় হামলার ঘটনাটি ঘটে।

এ ব্যপারে আশুলিয়ার জামগড়া এলাকার ডক্টরস হাসপাতালে গুরুতর আহত ভুক্তভোগ জাকির জানান, জামগড়া এলাকার মীর বাড়ী রোডে চায়ের দোকানে চা খেতে ছিলাম ঐ সময় আমার উপরে হামলা চালায়

বিবাদী ১, মোঃ ইমরান (২৭) পিতা মোঃ ইউনুছ ২, মোঃ পাপ্পু(২২)৩,মোঃ খোকন (৩১) ৪, সাব্বির (২০) ৫, কাওসার (৩০) ৬, ইব্রাহিম (২২) ৭,মোঃ উজ্জ্বল (২০) ৮, সাজ্জাদ (২২) ৯, জাকির (২০) ১০,সাইদুল (২২) সর্ব পিতা অঞ্জতা নামা আরও ১০/১২ জন ছিল। সর্ব সাং জাম গড়া বটতলা, থানা , জেলা, ঢাকা।

একই দিনে আর. এম ডায়াগনস্টিক কমপ্লেক্স গুরুতর আহত ভুক্তভোগী মোঃ হারুন অর রশীদ (২১) পিতা মোঃ বিল্লাল হোসেন, মাতা- মোসাঃ হাওয়া বেগম সাং- উওর শ্রীপুর,থানা সুন্দরগঞ্জ, জেলা -গাইবান্ধা, বর্তমান- জাম গড়া দেলোয়ার জমিদারের বাড়ীর ভাড়াটিয়া, থানা,আশুলিয়া, জেলা, ঢাকা।

হারুন, আর রশীদ বলেন আমি আমার পরিবারের লোকজন সহ আমার বর্বমান ঠিকানায় ভাড়া থাকিয়া আমি বেঙ্গল গ্রুপ গার্মেন্টসে চাকরি করি ফ্যাক্টরী ছুটির পর গত ১৯ জানুয়ারি ২০২২ইং রাত আনুমানিক ৯ ঘটিকার সময় আমি আমার সহকর্মী আলামিন (২০) পিতা ইলিম উদ্দিন সাং- টাংগাইল, থানা ও জেলা, টাংগাইল, আরজু (১৮) পিতা সানোয়ার হোসেন, মিরাজ (২০) নয়ন (২৩) গন সহকারে ফ্যাক্টরী হইতে বাহির হইলে উক্ত বিবাদী গন ও তাহাদের সহযোগী অঞাত নামা বিবাদীরা আশুলিয়া থানাধীন জামগড়া শিমুলতলা সাকিনস্হ আমাদের ইউফোরিয়া ফ্যাক্টরীর সামনের রাস্তায় বিবাদী গন লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া দলবদ্ধ হইয়া অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায়।

আমাদেরকে এলোপাতাড়ি ভাবে মা’র ফিট করিতে থাকে সকল বিবাদী মিলে লাঠি ও লোহার রাড় দ্বারা আমাদেরকে এলোপাতাড়ি মা’র ফিট করিয়া আমাদের হাতে, পায়ে, পিঠে সহ সারা শরীরে নীলা ফুলা ও রক্ত জমাট জখম করে এবং বিবাদী পাপ্পু হত্যার উদ্দেশ্যে লোহার রোড দ্বারা মিরাজ এর মাথায় লক্ষ্য করিয়া বারি মারে মিরাজ মাথা সরাইয়া হাতদিয়ে ঠেকালে হাতার বাম হাতের কুনুইর উপর লাগিয়া হাড় বেঙ্গে গুরুতর জখম হয়।

তাহার নিকট থাকা নগদ ১০,০০০/= টাকা এবং তাহার একটি রেডমি ৯ সি মডেল তাহার দাম ১৩০০০/= সিম নাম্বার ০১৪০৬৮০৬১৫৩ সহ অভিযোগে থাকা নগদ টাকা এবং একাধিক মোবাইল নিয়ে জায়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

তাপপ্রবাহে অনলাইন শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x