দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা ইতোমধ্যেই শেষ হয়েছে। দুই জয় এবং এক হার নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় ৫ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নামবে দুই দল। তবে এই ম্যাচে ফিরছেন নেইমার জুনিয়র। গোড়ালির চোটের পর দশ দিনের বিরতি শেষে তাকে আবারও পাওয়া যাচ্ছে এটাই অবাক করা বিষয়। যদিও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশে তার খেলার বিষয়টি এখনও সংশয়ে! বিশ্বকাপে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এর আগে কখনও মুখোমুখি হয়নি।

তবে দল দু’টি সাতবার খেলেছে একে অন্যের বিপক্ষে। ব্রাজিল জিতেছে ৬টি ম্যাচ, ১৯৯৯ সালে এক প্রীতি ম্যাচে কেবল জয় পেয়েছিল দক্ষিণ কোরিয়া। চলতি বছর এক প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল যেখানে ব্রাজিল জিতেছিল ৫-১ গোলে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছিলেন নেইমার। বাকি তিন গোল করেছিলেন রিচার্লিসন, ফিলিপে কুতিনহো ও গাব্রিয়েল জেসুস।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, মিলিতাও, মারকুইনহোস, সিলভা, দানিলো, পাকেতা, কাসেমিরো, নেইমার/রদ্রিগো, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

তাপপ্রবাহে অনলাইন শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x