সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

শুধু একটি জয় দরকার। নিজেদের ভিন্ন ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় পেলেই দুদলের দেখা হবে সেমিফাইনালে। তাতে কাতার বিশ্বকাপে তৈরি হবে নতুন ইতিহাস। ফাইনাল ম্যাচ থেকেও সেমিতে বেশি রোমাঞ্চ ছড়িয়ে পড়বে ফুটবল বিশ্বে। তবে আলবিসেলেস্তাদের ৩৬ বছরের দুঃখ বা সেলেসাওদের ২০ বছরের না পাওয়া থেকে যাবে ধারাবাহিকতার সুতোয়।

আজ শুক্রবার রাত ৯টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। এ ছাড়া দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্রাজিল ও আর্জেন্টিনা জয় পেলে আগামী ১৩ ডিসেম্বর রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবেন মেসি-নেইমাররা।

কাতার বিশ্বকাপ হতে পারে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। এর আগে কাতারসহ তিনি খেলেছেন পাঁচ বিশ্বকাপে। তবে এত বছর খেলেও সর্বোচ্চ শিরোপা হাতে তোলার বাসনা মেটাতে পারেননি। দলকেও ৩৬ বছরের দুঃখ থেকে মুক্তি দিতে পারেননি। তাই সব পেলেও মেসির বড় স্বপ্নটা রয়ে গেছে অধরা। আজ কোয়ার্টার ফাইনালসহ তিনটি ম্যাচ জিতলেই মুছে যাবে সব গ্লানি। ভক্তরা তিন যুগ পরে পাবেন কাঙ্ক্ষিত উল্লাসের মুহূর্ত।

অন্যদিকে, ব্রাজিলের হেক্সা মিশনের গাড়ি ২০ বছর ধরে পড়ে আছে যানজটে। বিশ্বকাপের ২২তম আসরসহ নেইমার খেলছেন তিন বিশ্বকাপে। এবার প্রথম ম্যাচ খেলেই চোটে পড়েছিলেন তিনি। তাতে গ্রুপ পর্বে আর খেলা হয়নি তাঁর। দ্বিতীয় পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে চোট কাটিয়ে ফিরেছেন মাঠে। রয়েছেন ফুরফুরে মেজাজে। এবার দেখার পালা শিরোপার দৌঁড়ে ব্রাজিলকে কতদূর নিতে পারেন নেইমার।

১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ও শেষবার জিতেছিল ১৯৮৬ সালে জার্মানিকে হারিয়ে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা।

নামাজের সময় তালা আটকে মসজিদে দেওয়া হলো আগুন, নিহত ১১

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মসজিদে আগুনে পুড়ে ১১ মুসল্লি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির কানো...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x