আশুলিয়ায় র‍্যাব-৪ অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এরআগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মৃত মানিক খলিফার ছেলে মো. আজিজুল (৩৮), মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩৯), মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. হাসান আলী ওরফে জুলহাস (৩৯), মৃত আজিম উদ্দিনের ছেলে মো. ভুট্টু সরকার (৪৪), মো. মোজা মিয়ার ছেলে মো. রফিক মিয়া (৩৬), মৃত মজিদ মোল্লার ছেলে মো. নুরুল ইসলাম (৪০), মো. সোহরাব হোসেনের ছেলে মো. শাহ আলম (৪৮) এবং মৃত বশিরের ছেলে মো. কামরুল সরদার (৪২)।

র‍্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায় আশুলিয়ায় একটি চক্র নিয়মিত জুয়াড় আসর বসাচ্ছে। পরে সিপিসি-২ র‍্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করে।

এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার চার সেট প্লেয়িং কার্ড, ৯টি মোবাইল সেট, ৪৪ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আটককৃতরা জুয়া খেলায় যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে যেখানে আঘাত হানার সম্ভাবনা

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, এটি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ধীরে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x